রূপসা উপজেলা বি আর ডিবি মিলনায়তনে নারীর অংশ গ্রহণ এবং সেবার মান উন্নত বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার ফরিদুজ্জামান, যুবঊন্নয়ন অফিসার মোঃ আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক অফিসার তাহিরা খাতুন , বক্তব্য রাখেন মমতা হেনা জোস্না, লিপিকা দাস,হাসনা বেগম,ফিরোজা বেগম, তানজিলা বেগম, ফাতেমা ইয়াসমিন, হীরা বেগম, সভায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান কি ভাবে সেবার মান আরো উন্নত করা যায় সে বিষয় এ নানা দিক তুলে ধরে আলোচনা হয়।
সহায়ক হিসেবে সভাটি পরিচালনা করেন রূপান্তর এর অপরাজিতা প্রকল্পের মনিটরিং কোঅডিনেটর সৈয়দা সবনাম সুভা ও উপজেলা কোঅডিনেটর আজিজুল হক।
(9)