রূপসা প্রতিনিধি: রূপসায় বিকাশ ব্যবসায়ীর পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই ও রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ২০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতার ও টাকা উদ্ধার হয়নি এখনও। দুশ্চিন্তা ও নিরাপত্তা হিনোতায় ভূক্তভোগী নাজমুল ও তার পরিবার।
পুলিশ জানায় আসামী বর্তমানে আত্মগোপনে আছে অপরাধী যত শক্তিশালী হোক শিঘ্রোই গ্রেফতার করে কোর্ট হাযতে প্রেরণ ককরা হবে।
রূপসা থানায় লিখিত এজহার সূত্রে জানা যায় পিঠাভোগ গ্রামের মৃত আমজাদ খানের পুত্র নামমুল খান (বিকাশ ব্যবসায়ী) গত ৬ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় খুলনা বিকাশ অফিসে বিকাশের ৫,৩০,০০০/= টাকা জমাে দেওয়ার জন্য আলাইপুর বাজার নিজ দোকান হতে রওনা হইয়া আলাইপুর শেখপাড়া মসজিদের সামনে আসলে আলাইপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রউফ শিকদারের নের্তৃত্বে নাজমুল খানকে ভয় ভিতি হুমকি ধামকিসহ মারপিট করে তার কাছে থাকা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করে।
এলাকাবাসী জানান রউফ শিকদার জনতায় বদ্ধ হয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব থেকে ওৎ পেতে ছিলো। রউফ শিকদারের নের্তৃত্বে একটি সন্ত্রাসী গং দীর্ঘ দিন ধরে এভাবে জনসাধারণকে হয়রানী করছে।
এব্যাপারে ভূক্তভোগী নাজমুলের নিকট জানতে চাইলে তিনি বলেন রউফ শিকদার আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং টাকা ছিনতাই করে নেয়। এসময় আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে রউফ গং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমাকে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় রূপসা থানায় মামলা দায়ের হয়েছে যার নং ০৪ ।
(2)