রূপসা প্রতিনিধিঃ রূপসায় মুক্তিযোদ্ধার জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ পাইক সামন্তসেনা মৌজার ২৪ শতক জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছে। যার এস এ খতিয়ান ৬১৯,৬২০,দাগ নং ১৮২১ যাহা বর্তমান জরিপে বি আরএস খতিয়ান নং ৯৭, দাগ নং২৩৯৫। ভোগদখলে থাকা অস্থায় উক্ত জমির খাজনা পরিশোধ করে জমিতে ফলজ, বনজ গাছ রোপন করেছেন।
গত ২৩ জানুয়ারী বেলা ১১ টার দিকে তার বোন ফরিদা ও ভগ্নিপতি আবু জাফর শেখ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তিদের নিয়ে দেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তফশিল ভুক্ত জমিতে প্রবেশ করে। এ সময় উক্ত জমি দখল করে গাছপালা কাটার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি আজিজ জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয়ে তাদের প্রতিহত করে।
এ ব্যাপারে আব্দুল আজিজ বাদী হয়ে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন।
(8)