রূপসা প্রতিনিধিঃ র্যাব-৬, স্পেশাল কোম্পানীর খুলনার একটি দল অভিযান চালিয়ে ১ টি দেশী তৈরী পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।
জানাযায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানার নৈহাটি মধ্যপাড়া জনৈক তৈয়বুর রহমান এর বসত বাড়ির সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নৈহাটি ইউনিয়নের নৈহাটি মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম মুন্না(৩৫) কে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার দখল হতে ১টি দেশীয় তৈরী রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
(23)