রূপসা প্রতিনিধিঃ রূপসায় সরকারী ভাবে আমন ধান ক্রয় উপলক্ষে উপজেলা ধানক্রয় মনিটরিং কমিটি ও কৃষকদের উপস্থিতিতে গত ২১ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সরকারী ভাবে ধানক্রয় ও ভাগ্যবান কৃষক নির্ধারন অনুষ্ঠানে ২২১ জন সৌভাগ্যবান চাষী ১০০০ কেজি ধান প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি করার জন্য নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উপজেলা কৃষিকর্মকর্তা, কৃষিবীদ মোঃ ফরিদুজ্জামান, এমপির প্রধান সমন্বয় কারী মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তোফা, আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ মোঃ আমীন উদ্দীন, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা প্রমুখ।
(0)