রূপসা প্রতিনিধি : রূপসায় স্ত্রীকে মারপিট করার প্রতিবাদ করায় প্রতিবেশী ফারুক ভান্ডারী (৫৫) কে রড দিয়ে পিটিয়ে যখম করেছে বাবু মিনা নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলা রামনগর গ্রামে জানু বেগমের ভাড়া বাড়িতে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৮ টায় পার্শ্ববর্তী ফরিদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী নজু মিনার ছেলে বাবু মিনা তার স্ত্রী মালেকা বেগম (২৫) কে মারপিট করছিল। এ সময় জানু বেগমের ভাড়াটিয়া প্রতিবেশী ফারুক ভান্ডারী প্রতিবাদ করলে বাবু মিনা ক্ষিপ্ত হয়ে তার ঘরে ঢুকে রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। তখন ফারুকের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে বাবুর মারপিটের কবল থেকে উদ্ধার করে পূর্ব রূপসা বাজারের স্থানীয় চিকিৎসকের নিয়ে যায়।
মারপিটে ফারুকের মাথা কেটে প্রচুর রক্তক্ষরণসহ শরীরের বিভিন্নস্থানে ফোলা যখম হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারুককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্ততি চলছিল।
স্থানীয় এলাকাবাসী জানায়, এই বখাটে বাবু মিনা এলাকাবাসীর সাথে বিভিন্ন সময় চরম দুর্ব্যবহার করে থাকে। কয়েকমাস আগে রূপসা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মৃধার স্ত্রীকে মারপিট করার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।
(0)