রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছরিম খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় প্রক্রিয়ার গত ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলার কাজদিয়া বাজার ও আলাইপুর বাজারে ডিলারের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম ফেরদৌস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলাইপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আমিনুদ্দীন মোড়ল, ও এম এস ডিলার আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র পাল, কমল কুমার দাশ প্রমুখ।
গরীব অসহায়দের মাঝে ভোটার আইডি কার্ডের মাধ্যমে সপ্তাহে ৫ দিন জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রয় করা কার্যক্রম চলমান রয়েছে।
(3)