রূপসা প্রতিনিধিঃ রূপসা রহিমনগর এলাকায় মাদকদ্রব্য কেনা-বেঁচার সংবাদ পেয়ে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
রহিমনগর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে, মাদকদ্রব্য (গাজাঁ) কাস্টমার এর কাছে বিক্রি করা অবস্থায় হোসেন শেখের ছেলে মোঃ কবির শেখ (৫১)কে ও দুই জন কাসটমার শাওন আহমেদ শুভ (২৪)(সিংহেরচর), আশরাফুল ইসলাম (২৫) (চরমুছাব্বরপুর) কে হাতনাতে আটক করে।
বিক্রেতা কবির শেখকে ৬ মাসের ও আশরাফুল ও শাওন কে ১৫ দিনের জেল এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
(2)