রূপসা প্রতিনিধি ঃ রূপসা ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়েই ঝুঁকিপূর্ণভাবে নদী পারাপার করছে মাঝিরা, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন। ছোট ট্রলারে ২৫ জন ও বড় ট্রলারে সর্বোচ্চ ৩৫ জন জন যাত্রী নেওয়ার কথা থাকলেও সরেজমিনে পর্যবেক্ষণে তার উল্টাটা পাওয়া যায়। ছোট ট্রলারে ৩৫-৪০ জন এবং বড় ট্রলারে ৪৮-৫০ জন যাত্রী নিয়ে পারাপার করছে।
প্রায়শ দেখা যায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হলেও থামাতে পারছে না মাঝিদের অনিয়ম। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় অতিরিক্ত যাত্রী নেয়ার অপরাধে ৩ টি ট্রলার মাঝিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূবাইয়া তাসনিম জরিমানা আদায় করেন।জরিমানা দেওয়ার কিছুক্ষণ পর থেকে পুনরায় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করতে থাকে।
অন্যান্যদিন সন্ধ্যার পর থেকে রাত অব্দি ও ভোর থেকে সকাল ৯/১০ টা পর্যন্ত অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপার করে থাকে। প্রতিদিন গড়ে প্রায় ২৫-২৮ হাজার যাত্রী পারাপার হয় এই ঘাট থেকে।
মনিরুল হুদা নামে এক যাত্রীর সাথে কথা বলে জানা যায় শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় এই ২ দিন মাঝিদের চাঁদ রাতের আনন্দে ইচ্ছামত যাত্রী নিয়ে থাকে। তাদের নিষেধ করলেও শুনতে চায়না ও খারাপ আচরণ করে।ট্রলারে ৪৫-৫০ জন যাত্রী নিয়েই তারা ট্রিপ মারে। পশ্চিম পাড়ের পল্টনে সিটি কর্পোরেশনের বিধিনিষেধ সম্বলিত সাইনবোর্ডে লেখা থাকলেও সেটা কোন মাঝিই মানছে না।
সাধারণ যাত্রীরা বিধিনিষেধ মেনে ঝুঁকিহীন ভাবে পারাপার হবার প্রত্যাশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
(4)