রূপসা প্রতিনিধিঃ রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ৯৬ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারালা গ্রামের সৈয়দ ইকবাল হোসেনের ছেলে সৈয়দ আরিফুর রহমান ইশান(১৮) ও
রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের মোঃ নওয়াব আলী শেখের ছেলে আসাদ শেখ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনার রূপসা থানাধীন গিলাতলা গ্রামস্থ গাজীর দোকান মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে।
এরুপ সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশের ওসি তদন্ত সরদার ইব্রাহিম সোহেলের নেতৃত্বে এসআই দিপক বিশ্বাস, এএসআই আলাউদ্দিন সহ আভিযানিক দলটি ২৭ ফেব্রুয়ারি আনুমানিক ভোর রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আরিফুর রহমান ইশান ও আসাদ শেখকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
এস আই দিপক বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্বে মামলা দায়ের করেছে। যার নং-১৮,তাং-২৭/২/২১ ইং।
(23)