প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় খুলনায় উন্নয়নের নতুন ধারা সূচীত হয়েছে। রূপসা বাস টার্মিণাল সহ বাজার সমূহ উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে উল্লেখ করেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র খুলনার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, রূপসা ঘাট নগরীর অন্যতম একটি প্রবেশ দ্বার। সে জন্য ঘাট এলাকার উন্নয়নে দু’টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে এখানকার সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে যথা সময়ে উন্নয়ন কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, ভরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম জহুরুল আলম, সহকারী প্রকৌশলী মাসুদ করিম, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার গাজী সালাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান ও সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সহ কর্মকর্তাগণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে রূপসা বাস টার্মিণাল, রিভার ক্রসিং ও বাজারসমূহের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
(1)