গত দুই সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত করেছিলেন ম্যাচ রেফারি। পরবর্তীতে মাঠ খেলার উপযুক্ত হলেও বাংলাদেশ ও জর্ডানের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের কথা বিবেচনা করে ফাইনাল ১৩ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেয় বাফুফে।
টুর্নামেন্টর চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেয়া হবে দুই লাখ টাকা। আর রানার্স আপ দল পাবে এক লাখ টাকা। দেশের ৬১টি জেলায় শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। সেখান থেকে আটটি জেলা দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। তাদের মধ্য থেকে ফেনী ও নারায়ণগঞ্জ জেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
(0)