যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার ভিয়েনটিয়েন সফরের সময় উদ্দোগগুলোর রুপরেখা দেন। এশিয়ার বাইরে যে সব চ্যালেঞ্জ আছে যার মধ্যে অন্তর্ভুক্ত পরিকল্পিত সিরিয়া শান্তি আলোচনা সে বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী কেরি আলোচনা করেন।
লাওসের প্রধানমন্ত্রী থংসিং থামাভং এবং পররাষ্ট্রমন্ত্রী থংলুন সিসুলিথ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন।
পরবর্তী মাসে দক্ষিণ পূর্ব এশিয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফর্নিয়ায়। প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে আসিয়ানের ওই বৈঠকের প্রস্তুতি কাজের ভিত্তি ছিল বর্তমানের আলোচনা।
(0)