আর্জেন্টিনা জার্সিতে মেসির অবদানকে সম্মান জানাতে শহরটির মেয়র হোরাসিও লারেত্তা তামার তৈরি এই মূর্তি উন্মোচন করেন। তার আশা, বিশ্ব ফুটবলের মহাতারকা অবসরের সিদ্ধান্ত বদলাবেন।
কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত দেন হতবিহ্বল মেসি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাক্রি এবং কিংবদন্তি দিয়েগো মারাদোনাও মেসিকে এই আকস্মিক সিদ্ধান্ত বদলের আহবান জানান।
(0)