যদিও আল জাজিরার খবরে বলা হচ্ছে, এ ঘটনায় নিহত হয়েছেন ৬৫ জন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, আল-জাহফাল প্রশিক্ষণ শিবিরে বৃহস্পতিবার সকালে নিয়মিত অনুশীলনের সময় ট্রাকে করে বোমা হামলা চালানো হয়।
স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ। লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলা চালানো হয়েছে। আল জাহফাল প্রশিক্ষণ শিবিরটি মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো।
(0)