ইউরোপীয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ইস্যুতে গৃহদাহ শুরু হয়েছে, লেবার পার্টিতে। এতে দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে, হিলারি বেনকে।
এ সিদ্ধান্ত নেন, লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। অভিযোগ রয়েছে, করবিনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নেতৃত্ব দিচ্ছিলেন হিলারি বেন। তবে, লেবার পার্টির একজন মুখপাত্র জানান, বেনের ওপর আস্থা হারিয়ে ফেলায় ওই সিদ্ধান্ত নিয়েছেন, পার্টি প্রধান। কিন্তু, এর সমালোচনা করেছেন লেবার পার্টির মন্ত্রীরা।
লেবার পার্টির পার্লামেন্টারি দলের চেয়ারম্যানের কাছে গত শুক্রবার করবিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, দুই এমপি। যা গৃহীত হলে, আগামী মঙ্গলবার অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে, করবিনকে।
(1)