রাত পোহালেই মহান বিজয় দিবস। এ দিনে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে, ঢল নামে বাঙালীর স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধে।
পূব আকাশে লাল সূর্য উঁকি দেয়ার সাথে সাথেই সেখানে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এরপর একে একে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ।
আর এ আয়োজনকে নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে, নানা ধরনের প্রস্তুতি। স্মৃতিসৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকা আনা হয়েছে সিসিটিভির আওতায়। এছাড়াও এলাকাজুড়ে থাকছে তিনস্তরের নিরাপত্তা। পাশাপাশি থাকবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও।
বিজয় দিবসের সকালে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।
(0)