খানজাহান আলী থানা প্রতিনিধি: কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এবং মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘের তত্ত্বাবধায়নে বীর প্রতীক শহীদ অধ্যাপক আবু সুফিয়ান কাপ মিনি ফুটবল টুর্ণামেন্টে পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শেখ আব্দুর রশিদ. শেখ মো. অপু আহমেদ, মো. জনি, পরিমল চন্দ্র বিশ্বাসসহ টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিল।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক জানায় টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৩০হাজার টাকার এবং রানার আপ দলের জন্য থাকছে ২০ হাজার টাকার প্রাইজ মানি এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার থাকবে।
আগামী ১৭ডিসেম্বর শনিবার জাতীয় তরুণ সংঘ মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এ লক্ষে টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী দলগুলোকে আগামী ১৫ডিসেম্বরের পর্যন্ত রেজিস্টেশন করতে পারবে।
(0)