অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শারদীয় দুর্গোৎসবে নগর জুড়ে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। তিনি দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার সহ-সভাপতি অরবিন্দ সাহা, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম ও বিশিষ্ট সমাজসেবক ফকির সাইফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন মন্দির পরিচালনা কমিটির সধারণ সম্পাদক রতন দেবনাথ।
(1)