সিটি মেয়র বলেন, পারস্পারিক সহানুভূতি ও সামাজিক সম্প্রীতি বজায় থাকার কারণে মহানগরীর সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরী হয়েছে। শারদীয় দুর্গোৎসব এই বন্ধন আরো সুদৃঢ় করবে। সকলের সহযোগিতায় এবারের দুর্গোৎসবও আনন্দঘন উৎসবে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র নগরবাসীর সুবিধার্থে নাগরিক সেবার মান বৃদ্ধি সহ অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহ দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র ৭১টি পূজা মন্ডপের অনুকূলে সর্বমোট ৪ লক্ষ ৩০ হাজার টাকার অনুদান প্রদান করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিটি মেয়রের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগরী শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি পরিমল দাস, বীরেন্দ্র নাথ ঘোষ, যুগ্ম সম্পাদক উদয় দাস মুন্সী, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(0)