ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২২, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব্যদেন উপজেলা নির্বাহী শরীফ আসিফ রহমান, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিশু দে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ। সভা পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
(2)