ডুমুরিয়া প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দু’জন আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উদ্দ্যেগে খুলনার ডুমুরিয়ায় উপজেলার ২০৬ পুজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা সদরে শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)শাহনেওয়াজ হোসেন জোয়ারদার।
ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফর হোসেন জোয়ারদারের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার,ফুলতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা জিয়া হাসান তুহিন, আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন, সরদার আব্দুল গনি, মোস্তফা কামাল চৌধুরী, আফরোজা খানম মিতা, কে,এম ঈবাইদুল্লাহ, নারায়ন মল্লিক, মোফাজ্জ্বেল হোসেন, আতিদ্য মন্ডল, শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, শিক্ষক পবিত্র মল্লিক, মিলন মল্লিক, ছাত্র নেতা রবিউল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের পক্ষে প্রতিনিধি জিয়া হাসান তুহিন উপজেলার ১৪টি ইউনিয়নের ২০৬ পুজা মন্ডপের জন্যে প্রত্যেকটির জন্যে ১ হাজার টাকা করে এবং অজয় সরকার ১ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল হতে নগত আর্থিক অনুদান পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।
(0)