মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো ডেপুটি ডাইরেক্টর মুকুল জ্যাতি চাকমা শীর্ষ নিউজে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অভিযান চালিয়ে স্পেনের এক নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩কেজি ৮শ’ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের দাম বর্তমান বাজার দরে ৫০ থেকে ৫২ কোটি টাকা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
(3)