রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁস হওয়া মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তারা এই অবস্থান নিয়েছেন।
আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্লাস বর্জন এবং আন্দোলনে সংহতি প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনেক সাধারণ শিক্ষার্থীও শাহবাগে অবস্থান নিয়েছেন।
এদিকে, বিভিন্ন পরীক্ষায় লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী নির্যাতনের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
দুই জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন বলেন, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল প্রশ্ন ফাঁস হয়েছে, তা ৫ হাজার টাকা করে বিক্রি হয়েছে। কিন্তু দেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রশ্ন ফাঁস হয়নি। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো তদন্ত ছাড়াই বলে দিলেন, এটা লজ্জার। উনার মন্ত্রী থাকার কোনো যোগ্যতা নেই।
এ সময় এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক এম এম পারভেজ লেনিন, পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য রিয়াল চাকমা, ছাত্র গণমঞ্চের বিলাস মাহমুদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টার্চায প্রমুখ। -ব্রেকিংনিউজ
(2)