গৃহকর্মীকে নির্যাতনে অভিযুক্ত জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব এবং শিশুকে গুলি করে আহত করার অভিযুক্ত গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিচার প্রক্রিয়ার কাজ খুব শিগগিরই শেষ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সুলতানা কামাল বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে শিশুকে পায়ে গুলি করার পর আমাদের প্রশ্ন জাগে, তিনি এ পর্যায়ে কীভাবে এলেন। আর কারাই বা তাকে সহযোগিতা করছে। আমরা সহজ ভাষায় বলতে চাই, লিটনকে আমরা আর সংসদ পদে দেখতে চাই না। তার দ্রুত বিচার চাই।’
তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে বাংলাদেশে শিশু নির্যাতন চলছে। তাই এমন পরিস্থিতে আমরা চুপ থাকতে পারি না। যেমন করে যে পরিস্থিতিতেই হোক না কেনো যারা শিশু নির্যাতন করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।’
একই অনুষ্ঠানে লিখিত বক্তব্য সেভ দ্যা চিল্ডেনের পরিচালক শামসুল আলম বকুল বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই, সকল কূটনৈতিক প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করে রাজন হত্যার অন্যতম আসামী কামরুলকে দেশে ফিরিয়ে আনা হোক। এবং তার বিচার করা হোক।’
এসময় শিশু নির্যাতন বন্ধের দাবি কোয়ালিশনের পক্ষ থেকে সরকারের প্রতি তিন দফা দাবি তুলে ধরেন বকুল। দাবিগুলো হলো- শিশু নির্যাতনের সকল ঘটনাকে দ্রুত বিচারের আওতায় বিবেচনা করতে হবে, শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রচারণা চালাতে হবে এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা পরিহার, স্বচ্ছ বিচার নিশ্চিতকরণ এবং আইন মন্ত্রালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ উপদেষ্টা সৈয়দ মাতলুবুর রশীদ, সহকারী পরিচালক গীতা চক্রবর্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।-ফটোবাজার
(0)