বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে, আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে, অ্যাকশনে নেমেছে পুলিশ।
কিছুক্ষণ আগে ধানমন্ডি এলাকার রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে, লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সকাল থেকেই রাজধানীর রামপুরা, ধানমন্ডি, বনানীসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন, শিক্ষার্থীরা।
এই প্রতিবাদ বিক্ষোভ বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। ভ্যাট প্রত্যাহারের প্রতিবাদে বৃহস্পতিবারও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। ঘোষণা দেয়, ভ্যাট প্রত্যাহার না করার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার।
এর আগে, বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়, বেসরকারি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এরই অংশ হিসেবে ধানমণ্ডিতে রাস্তায় নামে বেশ কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে কাকরাইল, উত্তরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায়।
এদিকে, ইষ্ট ওয়েষ্ট ইউনিভারসিটি কর্তৃপক্ষ জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাট দেবে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেবে না তারা।
তবে অন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
রাজধানীর মতো বিক্ষোভ হয়েছে সিলেট ও চট্টগ্রামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেটের সুরমা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে তারা। আর চট্টগ্রামে জি.ই.সি মোড় ও প্রবর্তক মোড়ে রাস্তা অবরোধ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর জানায়, শিক্ষার্থীদের ওপর নয়, ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই।
(0)