তালা সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়ন, কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, তালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হাবিব। শনিবার সকালে কলেজের নিজস্ব কক্ষে তালায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হাবিব এসময় বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর থেকে তিনি কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। কলেজে বর্তমানে শিক্ষার পরিবেশ উন্নয়নে ছাত্র/ছাত্রীদের হাজিরা বৃদ্ধি সহ পাঠদান কার্য্যক্রম নিয়োমিত করা হয়েছে। এছাড়া কলেজের অবকাঠামোসহ অন্যান্য বিষয়ে উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি কলেজের মাঠের মধ্যে এবং পোষ্ট অফিসের পিছনে কলেজের নিজস্ব সম্পত্তির উপর রোপিত মাঝারি আকারের ২টি মেহগনী গাছ ঝড় ও বৃষ্টিতে অধিক ক্ষতিগ্রস্থ হয়ে রাস্তার উপর কাত হয়ে পড়ে। এতে করে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ও কলেজের শিক্ষকদের পরামর্শে জন-নিরাপত্তা নিশ্চিত এবং রাস্তা দিয়ে যাতায়াত নির্বিঘœ করতে রোগাক্রান্ত হয়ে মৃত গাছ দুটি কাটা হয়। গাছের অংশগুলো বর্তমানে নিজ নিজ স্থানে রাখা আছে এবং কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কলেজের বেঞ্চসহ অন্যান্য অবকাঠামো নির্মানের প্রক্রিয়া অব্যাহত আছে। কিন্তু এরইমধ্যে একটি মহল কলেজের এবং তাঁর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) নিজের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানান অপপ্রচার শুরু করেন। উক্ত গাছ দুটি বিক্রি করে টাকা আত্মসাত করা হয়েছেÑ এমন একটি মিথ্যা এবং বানোয়াট তথ্য একটি মহল প্রচার করছে বলে তিনি জানান। এসব ঘটনায় তিনি দু:খ প্রকাশ করে কলেজ ও কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়া তিনি আরও বলেন, কলেজের সামগ্রিক উন্নয়’র লক্ষ্যে অচিরেই স্থানীয় সকল স্তরের জনপ্রতিনিধি, শিক্ষাথী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষানুরাগী ভ্যক্তিদের সমন্বয়ে মত বিনিময় সভা করা হবে। সভা থেকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক কলেজটি পরিচালনা করা হবে। উক্ত মত বিনিময়কালে তালায় কর্মরত সিনিয়র সাংবাদিকরাসহ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম হোসেন, স্টাফ কাউন্সিলের সম্পাদক শরীফ-উল-আলম, দর্শন বিভাগের প্রভাষক জয়দেব ঘোষ এবং শিক্ষক পর্ষদের যুগ্ম সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।