ভারপ্রাপ্ত মেয়র বুধবার সকাল ১০টায় কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন এবং শিক্ষার মান বজায় রেখে শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে পাঠদানের আহবান জানান।
সাবেক কাউন্সিলর ও স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, নয়াবাটী জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী শাফায়েত হোসেন প্যারেট, হাজী শরিয়ত উল্লাহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মোশাররফ হোসেন ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শামীমা সুলতানা সীমা, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এম এ মাজেদ, স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক ও মোঃ মনিরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান।
পরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করা হয়।
(1)