গত ২ সেপ্টেম্বর থেকে চ্যানেলের আশপাশে খনন শুরু হলেও, আজ থেকে পরবর্তী পাঁচদিন মূল চ্যানেলে চলবে এই কাজ। নাব্য সংকট দূর করতে পদ্মা সেতুর জন্য আনা শক্তিশালী খনন যন্ত্র দিয়ে কাজ শুরু করেছে চায়না মেজর ব্রিজ। এজন্য চ্যানেলমুখ দিয়ে মূল নদীতে ফেরি প্রবেশ করতে পারছে না। মূলত এ কারণেই সব ধরণের ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় নৌ কর্তৃপক্ষ। এই রুটে চলাচলকারী সকল প্রকার যানবাহনকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
(0)