খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ‘‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান’’ এই প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস-২০২৩ উপলক্ষে খুলনার শিরোমণিস্থ ওয়েভ জুট টেক্রাটাইল মিলস্ লিমিটেড অত্যান্ত জাকজমকপুর্ণ পরিবেশে র্যালি আলোচনা সভাসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করে। আজ সোমবার সকাল ওয়েভ জুট টেক্রাটাইল মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল-মামুন মিলগেটে কর্মসুচির শুভ উদ্বোধন করেন।কর্মসুচি উদ্বোধনের পর খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা জেলা প্রশাসক ও পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়।
র্যালী শেষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট দিবসের আলোচনা সভায় অংশ গ্রহন করেন। আলোচনার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কৃর্ষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ী)খুলনার উপপরিচালক মো. মোসাদ্দেক হোসেন।
বক্তৃতা করেন সহকারী পরিচালক পাট অধিদপ্তর খুলনার রাধে শ্যামনাথ, বিজিএমসি’র খুলনা জোনের ব্যবস্থাপক(প্রশাসন) কালাম মল্লিক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলমগীর কবির, খুলনা অটোরাইস মিলস মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, খুলনা গুডস্ মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র, ওয়েভ জুট টেক্রাটাইল মিলস লি. এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার হাফেজ আহম্মেদ সরকার, বাংলাদেশ পল্টী এন্ড ফিস ফিি এ্যাসোসিয়েশনের মহাসচিব সোহরাব হোসেন, সি আই জুট এ এম আক্তার হোসেন প্রমুখ নেতৃব্ন্দ।
সভায় বক্তারা পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অতি সম্প্রতি পাটকে কৃর্ষি পণ্য ঘোষনার জন্য প্রধান ধন্যবাদ জানিয়ে প্রশাসনের প্রতি প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে পাট আইন বাস্তবায়নে আরো জোরদার ভূমিকা রাখার আহবান জানান।
(0)