খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা শিরোমণি বাদামতলাস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিজের সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুর খালেকের সভাপতিত্বে বোড সভায় হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, হাসপাতালের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিসহ অভ্যন্তরিন বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের গুরুত্বপুর্ণ এই বোর্ড অব ট্রাষ্টিজের সভায় ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, ট্রাষ্টি বোর্ড সদস্য ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, ট্রাষ্টি বোর্ড সদস্য মিসেস হালিমা ইসলাম, ট্রাষ্টি বোর্ড সদস্য বি.এম. এ সালাম, ট্রাষ্টি বোর্ড সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ম্যানেজিং ট্রাষ্ট ডা. মো. আব্দুর রব, প্রতিষ্ঠানে উপ-পরিচালক শেখ মহিতুজ্জামান উপস্থিত ছিলেন। বিএনএসবি চক্ষুু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
(1)