সিটি মেয়র আজ শনিবার বিকাল ৪টায় নগরীর সিটি ল’কলেজ প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।
সিটি মেয়র আরো বলেন, একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশা নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। যে দেশে মূল্যায়ন হবে মেধার, সততার ও দক্ষতার। কিন্তু আজো বাংলাদেশকে সেরূপে গড়ে তোলা সম্ভব হয়নি। ভবিষ্যৎ প্রজন্ম কাঙ্খিত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কিন্ডার গার্টেন-এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষা সৈনিক বেগম মাজেদা আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এ্যাড. কুদরত-ই-খুদা, সিটি ল’কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আউয়াল প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ এ্যাড. শামীমা সুলতানা শিলু।
পরে সিটি মেয়র চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(0)