এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ, খেলাধুলার সরঞ্জাম প্রদান এবং সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা নিশ্চিত করা অন্যতম। তিনি শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলতায়নে মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ এর উদ্যোগে দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস এম মাসুদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান, খুলনা ইউনিসেফের ফিল্ড অফিসের চিফ মোঃ কফিল উদ্দিন এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ।
পরে প্রধান অতিথি দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ করেন।
(2)