ঠিক কবে নাগাদ এই সিরিঞ্জ মিলবে তা নিশ্চিত না হলেও স্বাস্থ্য বিভাগ বলছে, এজন্য আরও কমপক্ষে সপ্তাহ দুয়েক লাগতে পারে।
জন্মের পর থেকে বিভিন্ন সময়ে নবজাতককে দশ ধরণের টিকা দিতে হয়। তার অন্যতম যক্ষা রোগের টিকা-বিসিজি।
তবে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গত দুইমাস ধরে বন্ধ রয়েছে এই টিকা দেয়া। কারণ, চাহিদা অনুযায়ী ভ্যাকসিন থাকলেও মিলছেনা সিরিঞ্জ। ফলে দেয়া যাচ্ছেনা এই টীকা।
প্রতিদিনই নগরীর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন অভিভাবকরা। তাতে উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে।
সংকটের পর, সরকারের কাছে শুধু চাহিদা জানিয়েই দায় সেরেছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে আর কোন নড়চড় নেই তাদের। তবে সংকটকে উদ্বেগজনক স্বীকার করে সপ্তাহ দুয়েকের মধ্যে নিরসনের আশা করছেন সিভিল সার্জন।
তবে মহানগরীতে এমন সংকট থাকলেও উপজেলা পর্যায়ে সিরিঞ্জের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও শীঘ্রই সরবরাহ না হলে সেখানেও সংকটের আশংকা করছেন সংশ্লিষ্টরা।
(2)