ভারপ্রাপ্ত মেয়র রবিবার সকাল ১০টায় নগরীর বয়রা বাজার মোড়ে শিশু নূপুরের ধর্ষনকারী লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। সচেতন সমাজ ও বয়রা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন কর্মসূচীতে ধর্ষিতা নূপুরের মায়ের ওপর বর্বরোচিত নির্যাতনকারী লিটনের বাবা, মা ও বোন এবং তাদের ইন্ধনদাতাদেরও শাস্তির দাবী জানানো হয়।
বিশিষ্ট সমাজকর্মী মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, বিশিষ্ট সমাজকর্মী শেখ আবিদ উল্লাহ, খন্দকার বাহাউদ্দিন, আব্দুল হালিম, আল-মামুন চৌধুরী, আরিফুল আলম সান্টু, আব্দুল আউয়াল, রোজি ইসলাম নদী, নাসরিন ইসলাম, শান্তা ইসলাম প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
(3)