কিছুদিন আগেও বাজারে সবজির সরবরাহ ছিল কম। আর এ অজুহাতে ইচ্ছেমতো দাম বাড়িয়েছিল বিক্রেতারা। বাজারে এসে চোখ কপালে ওঠার দশা ছিল সাধারণ ক্রেতাদের।
তবে বন্যা পরিস্থিতির উন্নতি এবং নতুন সবজি চাষাবাদের কারণে চলতি মাসের শুরু থেকেই বাজারে সবজির সরবরাহ বাড়তে থাকে। আর কদিন থেকে যোগ হয়েছে শীতকালীন সবজি। এরমধ্যে ফুল কপির আধিপত্যই বেশি। তবে দাম নিয়ে ক্রেতাদের একেক রকম মত।
ফুল কপি ছাড়া বাজারে চোখে পড়েছে পর্যাপ্ত বাঁধাকপি, সীম, মুলা, বরোবটির। তবে বাঁধা কপির দাম তুলনামূলক কম বলছেন, ক্রেতারা। নতুন হিসেবে সিমের দামটা কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, চাহিদা বেশি হওয়ায় দাম বেশি।
আলু পটল বেগুনসহ নিয়মিত অন্যান্য সবজির সরবরাহ কমেনি। বেগুন কাঁচামরিচ ছাড়া বাকী সব সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
(0)