

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
কেন যেন বেশি আদরনীয় হয়ে উঠবেন কাছের মানুষগুলোর কাছে। দূরের কারো কাছ থেকে পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য। আজ সবার অগোচরে ঘটে যাবে সম্মানীয় কারো কাছে আত্মসমর্পণ। প্রেমের যাত্রা দূর্ঘটনা কবলিত। ফাটকা কারবারে জড়িয়ে যেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
প্রতীক্ষার জন্য অপেক্ষা, এটাও আজ সম্ভব হবে আপনার জন্য। যদিও যথা সময়ের বাইরে কোনো কাজ করা আপনার চরিত্রের বৈশিষ্ট্য নয়। অর্থের সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে। হাতের কাজের চাপ কমিয়ে বন্ধুদের সঙ্গ দেবেন নাকি কাজ ফেলে দেবেন সেটা একান্তই নিজের ব্যাপার।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না


মিথুন (২২ মে – ২১ জুন)
অনেক আকাঙ্ক্ষিত কিছু হাতে পেয়ে অনুভূতিহীন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। কাজের গতি যা ছিল তাই-ই হবে। হাতের অবস্থা মোটামুটি টানের ওপর থাকতে পারে। বেকারদের কারো চাকরির ব্যবস্থা হয়ে যেতে পারে। হাতের কাজ গুছিয়ে রাখুন, আত্মীয়-স্বজনের সঙ্গে দিনটি কাটাতে হতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ


কর্কট (২২ জুন – ২২ জুলাই)
ব্যবহার্য কিছু জিনিস আজ বড় ব্যাগড়া ঘটাতে পারে। শেয়ার বাজারের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা বিরক্তিকর লাগতে পারে আজকের দিনে, এমনকি আপনার বসার চেয়ারটাও শত্রু মনে হতে পারে। দূরের কোনো ব্যক্তি আজ এতোটাই খাতির দেখাবে যে রীতিমত অস্বস্তি লাগতে পারে। পরিবারের সঙ্গ আজ সবথেকে আপন মনে হবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা


সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শত্রু বলে জানেন যাকে তাকে আজকের বিশেষ দিনে খুব মনে পড়বে। কিন্তু কি সে কারণ তা মনে না হলেও একটু ঘাটাঘাটি করলে ঠিকই মনে পড়বে। ছোটবেলার কোনো শিক্ষককে দেখে তার হাতের মারের কথা মনে পড়বে, কিন্তু আজ তার মুখের হাসি সব ভুলিয়ে দেবে। ব্যবসায়ী বা চাকরীজীবী কারো মন আজ বসবে না কাজে। সিংহ রাশির ফুলটাইম প্রেমিকরাও আজ আগ্রহ হারিয়ে ফেলবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল


কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কাজের প্রতি আজ বিতৃষ্ণা আসতে পারে। মনে হতে পারে কেন যেন তীরে তরী ভীড়ছে না। এমন হতে পারে কেঁচো খুড়তে সাপও বের হতে পারে। ভিন্ন জাতিকার কারো সঙ্গে সাংঘর্ষিক সম্পর্কের উদয় হতে পারে, আবার বিপরীতও হতে পারে। বন্ধুদের আড্ডায় টানতে পারে মন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না


তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজকের সব প্রচেষ্টা কোনো মহৎ কর্মে নিয়োজিত হতে পারে। অফিসের বড় কর্তার নজরদারি বেড়ে যাবে আপনার ওপর। নজরদারিতে চিন্তা না করে নিশ্চিত থাকুন বেতন বৃদ্ধি নিয়ে। কারণ সব নজরদারি ত্রুটি খোঁজার নয়, যোগ্যতায় মুগ্ধ হওয়ারও বটে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না


বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রতিটি দিন আপনার কাজের পরিবেশ ভিন্ন ভাবে দিলেও আজকের পরিবেশটি খুব পরিচিত মনে হতে পারে। প্রণয়ের বাত্তি পাবে নব উদ্দীপনা। দীর্ঘদিন পরে ছোটবেলার কোনো বন্ধুর দেখা পেয়ে মন আবেগে সিক্ত হবে। অর্থকড়ি কলকল আওয়াজ দিচ্ছে, খুব শিগগিরই দেখা পেতে যাচ্ছেন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি


ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অভ্যাসের বিপরীতে আজ অনেক কিছুই করতে হবে। ভালোবাসার মানুষের মুখে অনাকাঙ্ক্ষিত কোনো কথাও শুনতে হতে পারে। কিন্তু দৈবক্রমে এমন কোনো বাণী আসতে পারে যা দিনের সব হিসেবকে গুরুত্বহীন করে নতুন কিছুর দিশা দিতে পারে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ


মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কঠিন কোনো কাজের সমাধান সকালেই হয়ে যাবে। মস্তিষ্ক বা হাতের আড়ষ্ঠাতা সকালের চায়ের অপেক্ষা না করেই আপনার থেকে পালাবে। যৌথবিনিয়োগে নিশ্চিত লাভের যোগ আছে। নতুন বুদ্ধি প্রয়োগ করে ঘটাতে পারেন অসাধারণ কোনো ঘটনা। দূরযাত্রার সুযোগে মন নাও টানতে পারে। শুভাকাঙ্ক্ষির আদিক্ষেতা অসহ্য হতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার কাজে প্রশংসা করতে পারে দূরের কেউ। পরিবারের সদস্যদের কারো শারীরিক সমস্য দেখা দিতে পারে। অর্থভাগ্যে আজ শুভ যোগ আছে। উদাসীন মনটাকে শান্ত করতে সঙ্গ নিতে পারেন প্রিয়জনের। আবহাওয়া নিশ্চিত সঙ্গ দেবে আপনাদের।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা


মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
চারপাশের কথা বড় বেশি অস্বস্তিকর লাগতে পারে। মেজাজটা সকাল থেকেই খিটখিটে হতে পারে। আপনার চারপাশের পরিচিত পরিবেশ সামলাতে হিমশিম খেতে হবে আজকের দিনে। তবে আজ বাধতে পারে কোনো ভাগ্যের দান। বিশেষ কোনো ফুলের প্রতি মন বড়ই দূর্বল হয়ে উঠবে। সব মিলে দিনটি যাবে বেশ বৈচিত্রের মধ্য দিয়ে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
(5)