জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, কৃতী খেলোয়াড়রা এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে। তাই খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রদান করে এই অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে।
ভারপ্রাপ্ত মেয়র শুক্রবার সকাল ১০টায় নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভারপ্রাপ্ত মেয়র বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের সকলের। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কেসিসি’র শিক্ষা প্রতিষ্ঠানগুলি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আবিদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জজ কোর্টের প্রাক্তন পিপি এস এম মঞ্জুরুল আলম ও খুলনা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ হারুনর রশীদ ও কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা।
অন্যান্যের মধ্যে সমাজসেবক হাসান ইফতেখার চালু, আলহাজ্ব বাহাউদ্দিন খন্দকার, রাজিবুল আলম পরাগ, শেখ শাহিন সহ উভয় স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক দীপ্তি রাণী দে ও শুভেচ্ছা বক্তৃতা করেন শেলীনা বানু।
(9)