খানজাহান আলী থানা প্রতিনিধিঃ শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনকে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং থানা আ’লীগ নেতা মাষ্টার শাহজাহান হাওলাদারের সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শেখ আবিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. স্ইাফূল ইসলাম, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মো. শাকিল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির ।
এ সময় খুলনা জেলা পরিষদের সদস্য থানা শ্রমিকলীগ নেতা মো. সাইফুল ইসলাম, থানা আ’লীগ নেতা বাবুল হোসেন, ওযার্ড আ’লীগ নেতা আবু হেনা বাবলু, লিয়াকত আলী মুন্সি, সেকেন্দার আলী, মাসুদ পারভজ সোহেল, আলামিন, বেগ খলিদ, নাছির উদ্দিন, মনিরুল ইসলাম, ইমরান মীর, শিউলী বেগমসহ ২নং ওয়ার্ডের ৬টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
উল্লেখ্য শিরোমণি আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসাবে শেখ আবিদ হোসেনকে ২৯/০৩/২০২৩ থেকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
(3)