প্রেস বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সদস্য ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনকে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই আদেশে কলেজের বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে মো. মহসিন বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশের মাধ্যমে তারা ২৯ মার্চ বুধবার থেকে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক(ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে শিরোমণি আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসায়ী সদস্য মনোনয়ন সংক্রান্ত গত ২৭/৩/২০২৩ এর পত্রটি বাতিল করা হলো এবং অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে শেখ আবিদ হোসেনকে এবং বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে মো. মহসিন বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হলো। অফিস আদের্শে আরো বলা হয় গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে তারা ২৯/০৩/২০২৩ থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এদিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা ৫ আসনের সংসদ সদস্য সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি, কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।
এ সময় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৩নং ওয়ার্ডের কাজী জাকারিয়া রিপনসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(1)