খানজাহান আলী থানা প্রতিনিধি: ঐতিহ্যবাহী গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকা,ভেলা,ডিঙ্গিবাইচ ক্রিড়া প্রতিযোগিতাসহ দেশীয় সংষ্কৃতি উৎসব উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গিলাতলা নজরুল থিয়েটার ক্লাব প্রাঙ্গনে মতবিনিময় ও পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও পরামর্শ সভায় বক্তৃতা করেন ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৩নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ক্লাব প্রতিষ্ঠাতার পুত্র বিশিষ্ট সমাজসেবক সরদার আলী আহম্মেদ, নজরুল থিয়েটার ক্লাবের সভাপতি খান জাকির হোসেন, সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, রেজোয়ান আকুঞ্জী রাজাসহ ক্লাব ও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরামর্শ সভায় নজরুল থিয়েটার ক্লাবের সদস্য, আটরা গিলাতলা ইউনিয়ন ও সিদ্দিপাশা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও পরামর্শ সভায় প্রতি বছরের ন্যায় এ বছরও আটরা গিলাতলা ও সিদ্দিপাশা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আগামী ৩০, ৩১ ডিসেম্বর এবং ১লা জানুয়ারী-২০২৩ তিন দিনব্যাপি ভৈরবনদের গিলাতলায় ৯ম নৌকাবাইচ, ভেলাবাইচ, ডিঙ্গিবাইচ প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, ক্রিড়া প্রতিযোগিতা. জারিগান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দেশীয় সংষ্কৃতি উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিন দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও খুলনা সির্টি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দ এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিনসহ গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
(0)