দাকোপ প্রতিনিধিঃ আসন্ন ১৭ অক্টোবর খুলনা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীককে বিজয়ী করার লক্ষে দাকোপ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় কামারখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু সরদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চতুর্থ শিল্প বিপ্লব ঘটাবার অঙ্গীকার বাস্তবায়নে আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আলহাজ্ব শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার বিকল্প নেই।
এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, পৌর কাউন্সিলর নাসিমা বেগম, ইউপি মেম্বর যথাক্রমে মিন্টু ফকির, দীনবন্ধু মন্ডল, দীলিপ মন্ডল, স্বপন মন্ডল, মোঃ হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ছোট, নূর হোসেন, লুৎফার রহমান, পরিমল বিশ্বাস, সংরক্ষিত মেম্বর চন্দনা জোয়া্দূার, স্বপ্না সরদার, প্রতিমা ঢালীসহ ইউপি আওয়ামী লীগের নেতৃবন্দ।
(44)