বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভারত ভার্চুয়াল সম্মেলনে দু’দেশের দুই সরকার প্রধান এ বৈঠকে যোগ দেন।
সম্মেলনের শুরুতেই নরেন্দ্র মোদি বিজয়ের ৫০ বছরে পদার্পণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান। দায়িত্ব নেয়ার পর থেকে দু’দেশের সম্পর্ক গভীর করাকে গুরুত্ব দিয়ে আসছেন বলে জানান নরেন্দ্র মোদি।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন ভারত-বাংলাদেশ দু’দেশ একসঙ্গে করোনার টিকা পাবে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মহামাররিতেও পারস্পরিক সম্পর্ক দুই দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করছে।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেসব বিষয়ে ভারতকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়, সেদিকে ভারতের সুনজর আছে এবং দু’দেশের সহযোগিতায় সেসব বাস্তবায়ন করা হবে।
(9)