

খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হবে, মানুষও শতভাগ শিক্ষিত হবে। তিনি আরো বলেন, সুন্দরবন মায়েরমতন, এ সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।
এ ছাড়া বক্তৃতায় এক পর্যায় বলেন যারা চেয়ারম্যান হয়ে দলকে ভাংগিয়ে গমচুরি করেছে, দলের কাজ করেননি তাদেরকে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন শেখ হাসিনা দেবেন না। নেএীর কাছে সকল রিপোট আছে। আর নৌকার বাইরে কেউ অবস্থান করলে তাকে ছাড়দেওয়া হবেনা।
তিনি বৃস্পতিবার ২৮ জানুয়ারী কৈলাশগঞ্জ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্ভোধন উপলক্ষ্যেস্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বকৃতায় একথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সহ-সভাপতি রঘুনাথ রায়,জেলা সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, হিন্দু কল্যান ট্র্যাষ্টি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, উপদপ্তর সম্পাদক এড.শাহ আলম, সম্মানিত সদস্য মুনসুর আলী খান, জয়ন্তী রানি সরদার,সমরেশ ঘরামী, উপজেলা সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা খান, চেয়ারম্যান সরোজিত রায়,এস এম,আবদুল্লাহ,সরদার জাকির হোসেন, জেলা যুবলীগ নেতা আফজাল হোসেন খান, আ:লীগনেতা হাদিউজ্জামান হাদী,মো:জামিল খান,মহিলা নেএী খাদিজা আক্তার,জিল্লুর রহমান ডলার,রাসেল বাবু, ইউপি চেয়ার ম্যান সঞ্জয় মোড়ল, সাবেক চেয়ারম্যান সুধাংশু বৈদ্য, বিনয় কৃষ্ণ সরদার,তন্ময় সরকার, দেবু সরকার , এ্যাডঃ কবির হোসেন, মোঃ আঃ রব, কার্তিক বিশ্বাস, সরদারজাকির হোসেন, শচীন্দ্রনাথ মন্ডল, শেখ আঃ কাদের, সেলিম রেজা, শেখ রেজা, তাপস জোয়াদ্দার, প্রমূখ সভা শেষে তিনি কৈলাশগঞ্জের শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(4)