পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটী ইউনিয়নবাসীর মাঝে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা সুকৃতি মোহন সরকার, অনীল কুমার মল্লিক, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, নলিনাক্ষ নাথ বৈদ্য, বীরেন্দ্রনাথ মল্লিক, সুকান্তি সরকার, ডাঃ দিজেন্দ্রনাথ মন্ডল, মধু মঙ্গল মন্ডল, বাসুদেব কবিরাজ, মুকুল সরদার, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রবীন্দ্রনাথ মন্ডল, রামচন্দ্র টিকাদার, চম্পক বিশ্বাস, পলাশ কান্তি রায়, বদিয়ার হোসেন, অসিত মন্ডল, রউফ গাজী, হামজারুল শেখ, সুজন সরকার, রেজওয়ান গাজী, প্রতুল সরদার, প্রশান্ত বিশ্বাস ও দেলোয়ার গাজী।
(11)