শ্যামনগর (উপকূল)প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর ২০২২ সাতাক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামের সমর্থনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে মঙ্গলবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর সরকারি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এর সঞ্চালনায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসোডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতি, দপ্তর সম্পাদক হারুনা রশিদ, সদস্য আলহাজ্ব শওকত হোসেন, (ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন) সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ,শ্যনগর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এসএম জগলুল হায়দার, বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তারেক বিন হায়দার রাজন, শ্যামনগর মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, শ্যামনগর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, সদস্যাগন সহ আওয়ামিলীগের নেতৃবৃন্দ ।
(10)