ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র পক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সার্বিক সহযোগিতায় এবং ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার আছরবাদ যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
৩৩নং ওয়ার্ড(যোগিপোল ইউনিয়ন) আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, গোলাম রসুল, হানিফ রহমান, শাহ মোঃ আব্দুল্লাহ, জয়নাল আবেদীন, আলম মোল্যা, কাঞ্চন মাহজন, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, হাবু, কাজি কাদের, রেজাউল ইসলাম, শেখ আনছার, আঃ সালাম মোড়ল।
(14)