পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা রাড়ুলীর ৩২নং শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১ জন ভোটারের মধ্যে সকলেই ভোট প্রদান করেন।
নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে কলস প্রতীকে সর্বোচ্চ ৬ ভোট পেয়ে জিএম মুস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হন। নিকটতম সুজাউদ্দীন টিউবওয়েল প্রতীকে পান ৫ ভোট। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও দেবাশীষ দাশ।
নির্বাচনী কার্যক্রম মনিটরিং করেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস ও ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক জয়া রানী দাশ, ইউপি সদস্য রমজান আলী সরদার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি রিজাউল করিম, দাতা সদস্য রেজাউল সরদার, বিদ্যুৎশাহী সদস্য হারিছ হোসাইন, মঞ্জুয়ারা, শিক্ষক প্রতিনিধি আছাবুর রহমান, অভিভাবক সদস্য জুহায়রা খাতুন, মরিয়ম খাতুন ও সুজা উদ্দীন।
(3)