তাই দায়িত্ব ছাড়ার আপাতত কোন সুযোগ নেই বলে জানান এই লঙ্কান কোচ। অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন তিনি। জানান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে তার সন্তুষ্টির কথা।
ঢাকায় এসেছেন রোববার। কিন্তু গত কয়েকদিন সংভাদ মাধ্যমের মুখোমুখি হননি চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ।
লঙ্কান এই কোচ আলোচিত বাংলাদেশের দায়িত্বে থাকা না থাকার প্রশ্নে। প্রস্তাব পেয়েছেন শ্রীলঙ্কার কোচ হবার এমন গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।
তার ভাষায়, আমার সঙ্গে শ্রীলংকা ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে কোন যোগাগযোগ করা হয়নি। নিজ দেশকে কোচিং করানো সবসময় ভাল লগার। তবে এটা সঠিক সময় না বাংলাদেশের দায়িত্ব ছাড়ার। সাকিব তামিমের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। বিসিব আমাকে পেশাগত নিরাপত্তা দিচ্ছে এটাও ভালো লাগার জায়গা।
(0)