শ্যামনগর(উপকূল) প্রতিনিধিঃ শ্যামনগর নীলডুমুর বাজার খেয়াঘাট সংলগ্ন স্থানে (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় পর্যটন দিবস উপলক্ষে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুড়িগোয়ালিনী পর্যটন কমিউনিটি পুলিশং কমিটির সভাপতি মাস্টার মজিবর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশ, স্টেকহোল্ডার, পর্যটন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, ট্যুরিস্ট ও স্হানীয়দের সমন্বয়ে পর্যটন দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলম, কমিউনিটি পুলিশং কমিটির সাধারণ সমপ্দাক, দৈনিক পত্রদূত পত্রিকার উপকূল প্রতিনিধি আব্দুল হালিম।
আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় ট্রলার শ্রমীক ইউনিয়নের নেতা ও যশোর জেলা থেকে সুন্দরবন ভ্রমণ করতে আশা পর্যটক। এসময় বক্তারা বলেন আজ পর্যটন দিবস তবে এ এলাকায় তেমন কোন পর্যটক আসেনি সুন্দরবন ভ্রমণ করতে।
ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সাতক্ষীরার আকার্শন সড়ক পথে সুন্দরবন,এক মাত্র পায়ে হেটে সুন্দরবন দেখাযায় সাতক্ষীরার মুন্সীগঞ্জ ও নীলডুমুর এসে সে জন্য এই এলাকা কে পর্যটন নগরি হিসেবে বেঁচে নেওয়া হয়েছে।
সুন্দরবন ভ্রমণকারী কম আসছে কেন এ বিষয় যশোর জেলা থেকে আগত সুন্দরবন ভ্রমণকারী পর্যটক ফয়সাল আহমেদের কাছে জানতে চাইল তিনি বলেন দ্রবমূল্য বৃদ্ধি হওয়ায় গাড়ি ভাড়া অনেক বেশি, যেমন গতবছর যে বাস ভাড়া করে নিয়ে আসছিলাম ১৫ হাজার টাকায় সে বাস ভাড়া চায় ২০হাজার টাকা, এমন কি বনবিভাগের সরকারি রেভিনিউ ডাবল, ট্রলার ভাড়াও বেশি, সব মিলিয়ে খরচটা অনেক বেশি হওয়ার কারণে পর্যটক কম আসছে সুন্দরবন ভ্রমণ করতে।
তারপর ও মায়া ভরা এই সুন্দরবন দেখতে কেনা চাই তাই পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে সুন্দরবন, আসুন সুন্দরবন ভ্রমণ করি, নিজে ভালো থাকি নিজের পরিবারকে ভালো রাখী।
(1)